কয়েকটি অণুকবিতা ।। স্বপন কুমার ধর

জীবন

ভাগ্যের চাকা চললে সঠিক,
সব কিছু লাগে ভালো,
ঐ চাকাটাই বেঠিক হলে,
জীবনটা হয় কালো।

মগ্ন

ইচ্ছেটাকে উড়িয়ে দিয়ে,
দ্যাখো রঙীন স্বপ্ন,
দেখতে গিয়ে কল্পনার জগৎ,
থাকবে তুমি মগ্ন।

হাসতে শেখো

চাঁদ উঠে,ফুল ফোটে,
জোনাকিরা দেয় আলো,
হাসতে শেখো মন খুলে,
জীবন কে করতে ভালো।


অবাধ

পণ নেওয়া, পণ দেওয়া,
দুটোই অপরাধ,
পণ্য-ই কেবল কেনাবেচা হয়,
এ জগতে অবাধ।

পরিপূর্ণতা

মন দেওয়া, মন নেওয়া,
করো বুঝেসুঝে,
ভালোবাসাটি পরিপূর্ণতা পাবে,
সঠিকটা যদি নাও খুঁজে।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post