প্রিয় শরৎ সমীপে ।। ইমরান হোসাইন আদিব


প্রাক্তন বনে যাওয়া বর্ষার সিক্ততায় যখন হিজলের পাতার কোণটা এখনো একটু আধটু ভিজে রয়,তখন শহরের কোল ঘেঁষে ভাদ্র আশ্বিন মাসে ধরায় হেসে উঠে উঁকি দেয় সদ্য প্রস্ফুটিত যৌবনমুখর শরৎকাল।

বর্ষার রিক্ত শুন্যতায় জরাজীর্ণ মানব শরীরের মস্তিষ্ক জুড়ে যখন বাসা বেঁধেছে অবসাদ ক্লান্তির সঙ্গতা। তখন আগন্তুক বেসে সুযোগ বুঝে ফুলে ফুলে সেজে হেসে উঠে শরৎতের নৃত্যসাজ।

কি ভীষণ উদারতা, শান্ত স্নিগ্ধতা ; যেন প্রেয়সীর হৃদয়কাড়া হাসির মতোই শুভ্রতায় ছাওয়া একগুচ্ছ কাশফুল।

শিশির ভেজা শিউলি ফুলের অনুপম সাথে সন্ধি মিলিয়ে লেপ্টে থাকে দূর্বাঘাসের ভাঁজে শরৎরাণীর পরম পরশ।
যেন বিস্তৃত পৃথিবীর সীমারেখা জুড়ে এক শরৎউৎসবই মাত্র ঠাঁই করে নেয় শতযুগ থেকে শত শতাব্দী অন্তর।

আকাশ ঘেঁষে শুভ্র কেশের ন্যায় বয়ে চলে সাদা মেঘপুঞ্জ সারি সারি, আকাশের অসীমরেখায় বিনা প্রতিদ্বন্দিতায় তারা যেন একচ্ছত্র অধিপতি।
সময়ে ফাঁকে টুপটাপ বৃষ্টির আনাগোনায় ব্যস্ত হয়ে পড়া এক যুগল শালিকের কন্ঠে তখনো ভাসে শরৎরানীর বিণার মূর্ছনা।

কবি গুরুর ভাষায় সুর মিলিয়ে বলতেই হয়, " আমরা বেঁধেছি কাশের গুচ্ছ আমরা গেঁথেছি শেফালির মালা, নবীন ধানের মঞ্জুরি দিয়ে সাজিয়ে এসেছি ডালা।
এসো গো শরৎ লক্ষী তোমার শুভ্র মেঘের রথে,  এসো নির্মল নীল পথে।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।