আগমনীর সুরে ।। স্বপন কুমার ধর

 
বসে আছি গঙ্গা'র তীরে,
পাখি রয়েছে নীড়ে,
মৃদুমন্দ বাতাসের সাথে,
নৌকা ও এগোচ্ছে ধীরে।

ঢাকের আওয়াজ আসছে কানে,
প্রাণটা ও হচ্ছে চনমনে,
নিস্তব্ধতাকে করে খানখান,
মনটা ও করছে আনচান।

আগমনীর সুরে লেগেছে দোলা,
কাশবনের'ই মাথায়,
রং -বেরঙের সাজপোশাকে সব,
বের হয়েছে রাস্তায় -রাস্তায়।

মানুষের ঢল নেমেছে রাস্তায়,
এগিয়ে চলেছে সমানে,
চলার পথেই খাওয়া-দাওয়া,
পারলে একটু জিরিয়ে নেওয়া।

আনন্দ,হুল্লোড়-এ সবাই মশগুল,
পুজোর এই কয়েকটা দিনে,
বিদায়ের কালে, বিষাদের সুর,
ফিরে সব ভারাক্রান্ত মনে।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।