বসে আছি গঙ্গা'র তীরে,
পাখি রয়েছে নীড়ে,
মৃদুমন্দ বাতাসের সাথে,
নৌকা ও এগোচ্ছে ধীরে।
ঢাকের আওয়াজ আসছে কানে,
প্রাণটা ও হচ্ছে চনমনে,
নিস্তব্ধতাকে করে খানখান,
মনটা ও করছে আনচান।
আগমনীর সুরে লেগেছে দোলা,
কাশবনের'ই মাথায়,
রং -বেরঙের সাজপোশাকে সব,
বের হয়েছে রাস্তায় -রাস্তায়।
মানুষের ঢল নেমেছে রাস্তায়,
এগিয়ে চলেছে সমানে,
চলার পথেই খাওয়া-দাওয়া,
পারলে একটু জিরিয়ে নেওয়া।
আনন্দ,হুল্লোড়-এ সবাই মশগুল,
পুজোর এই কয়েকটা দিনে,
বিদায়ের কালে, বিষাদের সুর,
ফিরে সব ভারাক্রান্ত মনে।