প্রতিমা নিষ্প্রাণ দেহে পুরোহিতে প্রাণ,
মাটি ,খড়, খুঁটি মেরে শিল্পী চক্ষু দান,
কাদার প্রলেপে রঙে শেষ তুলি টান,
সাজ সজ্জায় বিকাশ অঙ্গে পরিধান।
কবির কল্পনা জাত প্রাণের কবিতা,
মড়া গাঙে বান এনে নদী প্রবাহিতা,
শুষ্ক মরুভূমি স্নাত তাপ পরিবৃতা,
মুখাগ্নির পরে জ্বলে সুসজ্জিত চিতা।
পাঠশালায় পণ্ডিত দেন হাতেখড়ি,
বর্ণপরিচয়ে শিক্ষায়, মেরুদণ্ড গড়ি,
জাতির ভবিষ্যৎ কল্প মানুষ তৈয়ারী,
শিক্ষার আঁতুর ঘরে বিজ্ঞানী ডাক্তারি।
দেহের বদল ঘটে মৃত্যুহীন প্রাণ,
মরণে জীবন ফেরে চক্ষু দেহ দান।
০৮/১০/২০২২
বহরমপুর, মুর্শিদাবাদ।