নিষ্ঠুর শিকারী ।। তাপস কুমার বর

 ময়না পাড়ার ওই টিয়াটা কিচিরমিচির করে,
বাসার ঘরে বাচ্চাগুলো
ডানা ঝাপটে নাচে।
পুরুষ টিয়া কোথায় গেছে
কেন আসছে না ঘরে?
শিকারীর জালে আটকে গিয়ে
বৌ টিয়াকে ডাকে।

বাচ্চাগুলো কেঁদে কেঁদে
কেন মা আসছে না ঘরে?
বৌ টিয়াটি খোঁজ পায়নি
চিৎকারে সারা বিশ্ব মাথায় তোলে।
হায়রে কপাল অভাগা তুই
পুরুষ টিয়া,বন্ধ খাঁচায় কাঁদে।
বৌ টিয়াটি বিরহ ব‍্যথায় পুরুষ টিয়া খোঁজে।
একদিন ও বৌ টিয়াটি শিকারীর জালে আটকে,
বারে বারে চিৎকারেতে
বলছে, আমার বাচ্চাগুলো যাবে মরে!

নিষ্ঠুর শিকারী বন্দি করেছে
চিৎকারে বাচ্চাগুলো
না খেতে পেয়ে মরে!
বন্ধ খাঁচায় দুই টিয়া আজ 
নিজের বাচ্চা খোঁজে।
তাদের পরিবার বিচ্ছিন্ন 
ওই নিষ্ঠুর শিকারীর তরে!
               °°°°°°°°°°°
ঠিকানা-
গ্রাম-কৃষ্ণনগর প্রথমঘেরী, পোঃ- সাগর কৃষ্ণনগর, থানা- সাগর, জেলা- দঃ ২৪ পরগনা, 

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post