হেমন্তিকার পরশ ।। দীপান্বিতা পান্ডে দীক্ষিৎ



কার্তিকের প্রথম লগ্নেই এসে পড়ে হেমন্তিকার আবেশ ৷
বড় ছোট্ট বড় অল্প স্থায়িত্বের কিছু সময় ৷ 
কখন আসে কখন যে যায় বোঝার নেই উপায় ৷
 শুধু শান্ত শীতল অনুভূতিতেই আসে হেমন্তের পরশ |
ধানের শীষে  হীরের বিন্দু জল ছবি হয়ে থাকে,
ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা  শিশির নামে ডাকে ৷ 
হৈমন্তি হালকা শিশিরে সিক্ত সবুজ প্রকৃতি,
 কাছে ডাকে ভালোবেসে ভোরের সূর্যকে ছডিয়়ে উজ্বল জ্যোতি৷
ভেজা ভেজা  ঘাসে মনের হরষে পাই যে পরশ তার ,
পদ্ম গোলাপে ধরে রাখে 
তার রূপের বাহার ৷ .
শিতের বেলায় লতায়পাতায় 
ভালবাসার প্রলেপ,
আবেশ হয়ে ঝরে পড়ে 
হেমন্তিকার সোহাগ ৷
শষ্য ক্ষেতে মেঠো পথে
ধানের শীষের মাঝে,
প্রকৃতি যেন অপরূপা হয়
হেমন্তের সোহাগ শিশির মেখে৷
হেমন্তের হিমেল হাওয়ায় পাকা ধানের গন্ধে,
কৃষক ভাইয়ের মনটা ভরে উঠে আনন্দে ৷
নূতন চালে হবে লক্ষীপূজা  নবান্ন নামে,
 ফিরে আসে সেই সুগন্ধ বারেবারে এই হেমন্তের দিনে ৷

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।