শরৎ শেষে খুশির ছবি
হিমের পরশ গায়ে মেখে।
শিশিরে ভেজা সাতসকালে
কে ডাকলো বসন্তকে?
সবুজ পাতা হলুদ হল
ধানের শিষ পড়ল নুয়ে।
কাটবে ধান ভরবে গোলা
ভাবছে চাষি মাঠে শুয়ে।
ছুটছে মাঠে চাষির ছেলে
মুখে তাদের খুশির হাসি।
তরতরিয়ে উঠলো জেগে
লাল- হলুদ গাঁদার রাশি।
কুয়াশা ঢাকা সাদা চাদর
সরে পড়ে সূর্য ওঠায়।
হিমেল বাতাস ধাক্কা খায়
শিউলি ফুলের নরম বোঁটায়।
শিউলি দাদু হাঁড়ি পেতে
বাড়ি ফিরে যায়।
মাঝে মাঝে কি ভেবে
বারেক ফিরে চায়!