হেমন্ত ।। খোবাইব হামদান



যে ঋতুটা একটু দেখা দিয়েই হঠাৎ চলে যায়
যে ঋতুটা শীতের আগমনী কথা বলে যায়
সে ঋতুটা হেমন্ত।
যে ঋতুটা প্রায় হারালো দুইটা ঋতুর পরতে
যে ঋতুটা কিছু শীতে কিছু হারায় শরতে
সে ঋতুটা হেমন্ত।
যে ঋতুতে পাকা ধানের গন্ধ ছড়ায় বাতাসে
কৃষক রাজা নন্দে নাচে ছন্দে বলে যা-তা সে,
সে ঋতুটা হেমন্ত।
যে ঋতুটা মন কেড়ে নেয় শিশির কণা ছোঁয়াতে
সাঁঝ সকালে পথ ঢেকে দে' কুয়াশাময় ধোঁয়াতে
সে ঋতুটা হেমন্ত।
যে ঋতুটা হাসি ফোঁটায় গন্ধরাজের সুগন্ধে
শিউলি, বকুল, কামিনীদের সুবাসিত আনন্দে
সে ঋতুটা হেমন্ত।
যে ঋতুতে বৃক্ষ থেকে ঝরতে থাকে পাতারা
সুর দিয়ে গায় ‘নবান্ন আয়’ কৃষাণ পিতামাতারা
সে ঋতুটা হেমন্ত।
যে ঋতুকে ‘হলুদ গাঁদা চিঠি লেখে’ ডেকেছে
রঙবেরঙের ঢঙ দিয়ে যে প্রকৃতিকে এঁকেছে
সে ঋতুটা হেমন্ত।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।