এগিয়ে যাওয়া গাছের শিকড়ে
অভিযোজনের ক্রিয়া।
রসদ পেতে এটুকু তার
বিশেষ গতির প্রক্রিয়া।
খাবার তাগিদ, বাঁচার আশা
গাছ থেকে পশু পাখি।
আমরা তো শুধুই মানুষ
নিজেকে এগিয়ে রাখি।
তবুও কেমন ছন্নছাড়া
মন মেজাজে অবসাদ।
পাওয়া না পাওয়ার ফাঁক ফোকরে
ব্যস্ত হাওয়াও নির্বিবাদ।
জীবন চলে অগ্রমুখী
যতই থাকুক ঝঞ্ঝাট।
কেন্দ্রবৃত্তেই চলাফেরা
অভিমুখে শুধুই প্রপাত।