ঘাসের শিরে শিশির টোপর
সূর্য খুলেছে দ্বার
কুয়াশামগ্ন হেমন্ত ভোর
অশ্রু কেড়েছে কার
রঙিন বিকেল লুট হয়ে যায়
তবুও জাগে প্রাণ
ঝলকে ওঠে কিষাণের চোখ
বাজনা বাজায় ধান।
বাবুই চড়ুই কাকের সভা
বসেছে গেরস্ত মাঠে
কচি কচি পায়ে নবান্নের ঘ্রাণ
মগজে মগজে হাঁটে।
হেমন্তদিন অনন্ত সুখ
থাকুক সবার ঘরে
স্বপ্ন বাঁচুক হৃদয় হাসুক
অভাবেরা যাক মরে।