ভূত প্রেতের বাস,
রাত গভীরে বেজায় ক্ষেপে
সরবে ভাঙে বাঁশ।
অমাবস্যার সন্ধ্যে-দুপুর
ভূতের বাড়ে বার,
মড়মড়িয়ে গড়গড়িয়ে
নুয়ায় বাঁশ ঝাড়।
বামুন পাড়ার হারুন মামা
কাটতে এলো বাঁশ,
সবাই বলে করিস না ভুল
হবে যে সর্বনাশ।
একঘেয়ে হারুন রগচটা যে
মানেনি কারো যে মানা,
বাঁঁশ কাটিয়ে সাফাই করে
ভাঙ্গল ভূতের থানা।
সেদিন হতে বাবুর বাড়ির
কাটল ভূতের ভয়,
সবাই বলে সাবাস হারুন
জয় হারুনের জয়।