কতো শতো কথা ।। সারদা চক্রবর্ত্তী


কথাতেই দৈব-দানব,
কথাতেই সৃষ্টি-লয়।
কথায় গড়ছে নতুন বিশ্ব ,
কথাতেই সেই বিশ্ব ধ্বংস।
নিখিলের নীল মেখে
কথা হয় হলাহল সম,
আবার নীলকন্ঠ হয়ে কথা সঞ্জীবনী প্রলেপ দিলো।
কথার মায়ায় তোমার-আমার মিলন ও বিচ্ছেদ হলো,
কথার মাঝেই সু-কু এর ভেদাভেদ বোঝা গেল। 
কথার ভারেই দিবা-রাত্র ,
কথার মাঝেই সত্য-অসত্য ।
কথা যদি নাট্যশিল্পী, মন তবে নাট্যমঞ্চ ।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।