কথাতেই দৈব-দানব,
কথাতেই সৃষ্টি-লয়।
কথায় গড়ছে নতুন বিশ্ব ,
কথাতেই সেই বিশ্ব ধ্বংস।
নিখিলের নীল মেখে
কথা হয় হলাহল সম,
আবার নীলকন্ঠ হয়ে কথা সঞ্জীবনী প্রলেপ দিলো।
কথার মায়ায় তোমার-আমার মিলন ও বিচ্ছেদ হলো,
কথার মাঝেই সু-কু এর ভেদাভেদ বোঝা গেল।
কথার ভারেই দিবা-রাত্র ,
কথার মাঝেই সত্য-অসত্য ।
কথা যদি নাট্যশিল্পী, মন তবে নাট্যমঞ্চ ।