বিজয়ের উল্লাসে ।। সাদিয়া আফরোজ


বিজয়ের উল্লাসেতে মেতে
উঠো হে নবীন
যে বিজয় এলো দিলো ভাই
ঐ বৃদ্ধ প্রবীন।

আজ সেই বিজয় দিবসেরি
 ভাই সেই শুভদিন,
তাই চোখ থেকে উড়ে গেছে
আরামের ঐ নীন।

বিজয়ের সাজে তাই তো 
আজ সাজ'রে নবীন,
হৃদয় বীণার শ্রদ্ধার জায়গায়
আছে সেই প্রবীণ।

চারিদিকে দেখ বিজয়
উল্লাসের মেলা,
বিজয়ের সুর গানে কেটে
যাচ্ছে তো বেলা।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post