গা ঝাড়া দিয়ে উঠতেই হবে
পথ এখনো দূরবর্তী,আলস্য পুষে নয়
দুর্বার গতিতে হউক সম্ভবনার পথ চলা-
দুর্ভাবনার এই ভয়ার্ত তিমিরে
উদ্বিগ্ন জাতি আজ ক্ষুধার সংগ্রামে
নুন ভাতের লড়াইয়ে জরা জীর্ণ আধপেটে!
দুর্ভিক্ষের হাতছানি সম্মুখে
যুদ্ধ তুমুল,অস্থির দ্রব্য মূল্য
শূন্য দুধের বাটি,মায়ের বক্ষ ফাটা আর্তনাদ
বৃদ্ধের অসহায় দৃষ্টি যেন শুকনো নদীর প্রতিচ্ছবি!
দুর্দিনে আজ বসে থাকা কাম্য নয়
জাতি আজ যাচে ত্যাগ,নিষ্ঠা,শ্রম
দুর্ভেদ্য সরণির প্রত্যয়ি সারথির পানে তাকিয়ে আজ
প্রতিক্ষারত ক্ষয়ে ক্ষয়ে যাওয়া রাষ্ট্র পরিবার সমাজ ,
এসো নবীন,জওয়ান,সামর্থ্যবান
দিকে দিকে আওয়াজ তোল সবে
এবারের নুন ভাতের যুদ্ধ আমাদের নূতন প্রজন্মের
লাখো প্রাণের বিনিময়ে একাত্তর দিয়েছে স্বাধীনতা
আমরা দেবো উপহার দু'মুঠো নুন ভাতের নিশ্চয়তা,
প্রবল নিনাদে গর্জে উঠে জানিয়ে দাও
দুর্ভিক্ষে, অতি মারি কোথাও নেই ভয়
আমরা বীরের জাতি,হারতে শিখিনি আমরা কদাপি
দুঃখ,দৈন্যতা স্পর্শ করেনা ,সর্বজয়ী আমরা পরিশ্রমী
পরিবর্তনের ধারা আমরাই ছিনিয়ে আনবো ধরায়…
হ্যাঁ আমরাই পারি
চির দুখিনী দেশ মাতার মুছাতে আঁখি জল
আমরা নূতন,সম্ভাবনা আগামীর,উচ্চ সদা শির।