কুঁড়েঘরের প্রেম ।। তাপস কুমার বর



ওই একটা কঙ্কালসার মৃতদেহ,
কালের লণ্ঠনে সে বদলে গেছে প্রিয়!
তুমি কি কুবেরের ঐশ্বর্য খোঁজো?
আমার ভাঙা কুঁড়েঘরে ঝাড়-লণ্ঠনের প্রদীপ জ্বালো!
কেন তুমি মরুদ‍্যানে ছুটে ছুটে মরো?
তোমার হয়তো দেবদাস তুমি চিনতে পারোনি প্রিয়!

আমার ভাঙা কুঁড়েঘরে, ভালোবাসার কত ঐশ্বর্য!
তুমি আজও কুবেরের সাম্রাজ‍্যে নিজেকে বন্দি রেখেছো কেন?
ক্ষয়ে ক্ষয়ে যন্ত্রণার ধূলিস‍্যাৎ আজ মৃতদেহ।
তুমি চিনতে পারোনি প্রিয়!
ওই একটা কঙ্কালসার মৃতদেহ,
যুগের শতাব্দীতে সে বার বার বলছে...
ধোঁয়াশার প্রান্তরে ছুটে ছুটে কি পেয়েছো প্রিয়?
উত্তরগুলো কেন তুমি.....
গহীন অরণ‍্যে নীরব রেখেছো বলো!

ওই দূরে দেখো,
একটা ভাঙা কুঁড়েঘরে কঙ্কালসার মৃতদেহ!

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।