একটি ব্যর্থ প্রেমের ক্ষুব্ধ আখ্যান ।। শাশ্বত বোস



জীর্ণ পাতার মুখর সংলাপে, আকাশঘন ভিনদেশী প্রলাপে ,

বসন্তেরই প্রথম  বিহ্বলতায়, ভীষণ করুণ সৈয়দী আলাপে,

হোক না লেখা শুধু একটি নাম,

প্রেমহীন এই গণ ইস্তাহারে তোমার আমার ব্যর্থ মনোস্কাম|

নগরীর পথে দ্রোহের চিতা জ্বলে, নগ্ন শ্বাপদ ছিঁড়ে খায় শবদেহ,

নাই বা হোল রাতের কড়ানাড়া, তবুও রব তুমি, আমি কিংবা অন্য কেহ|

মধ্যরাতের সাইরেন বেজে যায়, শীর্ণ দেহ নারী সাজে আলোর বিপরীতে,

শিক্ষা বিকোয় কালোয়াতির চড়া দামে, রাস্তা কিন্তু আজও কারো একার নয়|

সুস্থ রুচি মুখ ঢাকে বিজ্ঞাপনে, যৌন শরীর উল্লাসে আটখানা,

নীরবে শুধু ভালোবাসা মুছে যায়, শ্রান্ত পকেট খিদের ডাক না মানা|

প্রাণঘাতী এক ক্যান্সার শরীর জুড়ে, রাষ্ট্রের শব পচে চলে অহরহ,

দেবপ্রাণ সঁপে ঈশ্বরেরই কাছে, পিছে পরে থাকে বিক্ষোভ, বিদ্রোহ|

নাই বা হোল এ জনমেতে, কিংবা মধুক্ষণে, তোমার আমার মিলন হে প্রিয়,

জন্মান্তরে সাগর হবে তুমি, বাসবে ভাল নীলতিমি সম|

জ্যোৎস্নামাখা সুনীল মরুভূমি, আঁকবে পথ নিবিড় দ্রাঘিমায়,

আমি তখন আলোকবর্ষ দূরে, গ্রহ থেকে লীন দূর গ্রহান্তরে,

পুঁজির লালসা ছড়িয়ে পরবে জেনো, পৃথিবী ছেড়ে সুদূর নীহারিকায়|

লোভের কটূ পুঁতিগন্ধময়, আবর্জনারই স্তূপ হাতড়ে শেষে

ফসিল রূপে ধরা দেব দোঁহে, কোমলসম শিলার রুক্ষতায়|

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post