গঞ্জে গঞ্জে নামছে সন্ধ্যা পাখি
কলতানে নীড়ের চিহ্ন আঁকছে।
তোমার পায়ে ছিলো পদধ্বনি
গুমরে মরা নিরুদ্দেশের বাষ্প।
পথ ভাঙা মন জোছনা রাখছে পাতে
দখিন বাতাস কাপছে বাউলি স্বপ্নে।
পোকামাকড় জন্ম নিচ্ছে ঘরে
ঝিঁঝিঁপোকার উল্লাসে কোন আপনা?
মুক্ত মঞ্চ হাটুরে সব সন্ধ্যায়
বিষন্ন মন টিমটিমিয়ে কান্না -
তোমার পাখি খড়কুটোতে বন্দী
যত্ন খুঁজি মিথ্যে জনারণ্যে।