চির বিদায় ।। উজ্জ্বল আহমেদ


পঞ্চ ইন্দ্রিয় ক্লান্ত হয়ে
একদিন কহিবে সমস্বরে,
আর বহিতে পারছিনা তব বোঝা
ফিরে যাও আপন নীড়ে।
বাতাসে খুঁজিবো একফোঁটা নিঃশ্বাস
জমিনে শস্যকণা,
সবাই কহিবে বরাদ্দ শেষ
আর হবেনা ধার-দেনা।
নিঃতেজ হবে শিরা-উপশিরা 
দু'চোখ অন্ধকার,
পৃথিবীর বুকে হারিয়ে যাবে
ছিলো যত অধিকার।
দুই কাধের দুই মুহুরি জনমভর
পাপ পূর্ণ্য হিসেব করে, 
দুর্দিনে তাঁরাও ছুটি লইয়া
যাইবে আমায় ছেড়ে।
মালাকুল মওত এসে দেহ হতে
কাড়িয়া লইবে প্রাণ,
মাটির উপর পরে রবে শুধু
শূণ্য দেহখান।
নামহীন বর্ণহীন আমি এখন
শুধুই একটা লাশ,
এ যেন ক্ষণিক পৃথিবীর
নিঠুর পরিহাস। 
বহুদিন ধরে নিজ হাতে ভেঙ্গে গড়ে
যাহা নিলেম আপন করে,
একা পথে খালি হাতে আজ
যেতে হবে সব ছেঁড়ে।
হয়তো কেহরে কবর দিবে
নয়তো শ্মশানে নিয়া,
সোনার অঙ্গ ছাই করিবে
কাঠের আগুনে পুড়িয়া। 
পিছন ফিরে ডাকবেনা কেহ
রাখবেনা বুকে ধরে,
সব প্রিয়জন মিলেমিশে
বিদায় জানাবে চিরতরে।
তাই বলি মন ছেড়ে ক্ষণিক স্বপন
পরকালের কথা ভাব একবার,
কবর হাসরে হবে জীবনের হিসাব
পাবেনা একবিন্দু ছাড়।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।