বাউল উৎসব
হামিদুল ইসলাম
তবু ফিরে আসি স্মৃতির শহরে
দুপুরের মেঘ ভাঙ্গা রোদ
শব্দের মিছিল ছুঁয়ে যায় প্রাণের আকুতি
নিরক্ষর জীবন দাঁড়িয়ে থাকে
সুতীব্র বারুদের ছায়ায় ।।
ভুলে যাই সব ব্যথা
ফুটপাতে নিরন্ন গোবিমরু
অপেক্ষমান হৃদয় ভাঙে জগদ্দল পাথর
তখনো উঠোনের একপাশে পড়ে থাকে অনাদি সম্বল ।।
ইলিশেগুড়ি রোদে ভেজে
ছায়া ছায়া বেনামী বন্দর
রোজ নামচা কথাগুলো ফিরে আসে রোজ
রাতের সুবাস মাখে প্রাচীন বসত ।।
কারা যেন তখনো হাঁটি হাঁটি পা পা
মরা অরণ্যে খোঁজে মানুষ
খোঁজে লাশ
লাশফুলে খোঁজে বিভেদের আগুন ।।
পতিতার হৃদয়ে জেগে ওঠে প্রেম
ঝরা পাতা শনশন
তখনো নদী ভাঙে। আকাশ ভাঙে। ভেঙে পড়ে বাউল উৎসব ।।
---------------------------------- ------------------------------ --
গ্রাম + পোস্ট + কুমারগঞ্জ।
জেলা = দক্ষিন দিনাজপুর।
পশ্চিমবঙ্গ। ভারত।