আমি বর্ণপুরের যুবরাজ অষ্টম শুভদীপ ।। শুভদীপ দত্ত প্রামানিক


টমেটোর বীজে কলেজ স্থাপন
রিসার্চ ল্যাবরেটরির জাপানি বাগান থেকে উড়ে গেল শীতের ফুল
আমি আটপৌরে আতসকাচে বিষম খেয়ে পড়তে শুরু করি অর্কিডচাল্লিশা
সংবাদপত্রে দু'মিনিট দাঁড়ালেন স্পেনের রাজা
চক্রান্তের ঘুণ ষোড়শ শান্তিরক্ষাতেও
পঞ্চম মুকুট উপকূলের স্বপ্ন । 

বীজে এখনও আংশিক সংক্রমণ 
রংচঙে কাগজে শিকড়রেণু
উপন্যাসের কোনো আসর নেই 
মানচিত্রে বাস্তুপুরুষের রঙ হাল্কা সবুজ , হাল্কা হলুদ
লাল পাঞ্জাবিতে আমি বর্ণপুরের যুবরাজ অষ্টম শুভদীপ । 

ঠোঁটে খাপছাড়া যোগাযোগ 
বিজ্ঞানীর বাড়ির পাঁচিলে পূর্ব ডুয়ার্সের বনভূমি 
বারাশিঙ্গা হরিণ বাজায় দোতারা
নদীর বাঁধে অফসাইড টেকনোলজি 
রেডকার্ড দেখে চুপ জার্সি বাগান । 

কলেজে ভাষা - সঙ্গীতের ক্লাস নিচ্ছে কাতারের যুবভারতী , টিকিটে লেখা দোহার আকাশ
ভাষা ড্রাইভারহীন মেট্রো
সঙ্গীত " এসটা হিনচাডা লোকা ডেখা টোডো পোর লা কোপা  " ।  এখন গলায় বহুরূপী শ্লোক । 

আগ্রহ আসে তবু শান্তির ধর্ম : হাতে লেখা 'ওঁ'
ঘাম মুছি গাভীর গায়ে
অভিশাপ সম্মেলনে নড়েচড়ে বসেছে হিমবাহ
আমিও টের পেয়েছি উপগ্রহের কান্না ! 

হে পরমহংসের হংস কৃপা করো
হে বরানগরের মঠ আনন্দ দাও
হে সন্ন্যাসীবৃন্দ ক্ষমা করো.....

বর্ণপুরের যুবরাজ অষ্টম শুভদীপ শপথ নিচ্ছি আগামী দিন আমি ও আমার প্রজারা , সৈনিকরা , মন্ত্রীরা....
         নাগপাশমন্ত্র পাঠ করবো , 
গরুড়ে বিষম খেয়ে পড়বো  --- 
                                           'অনলাইনভোটকবচ' । 


শুভদীপ দত্ত প্রামানিক 
শুভদীপ দত্ত প্রামানিক 
প্রযত্নে : চিরদীপ প্রামানিক 
গ্রাম + ডাকঘর : কীর্ণাহার  
থানা : নানুর
জেলা : বীরভূম।
ভারত।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।