দাঁড়িয়ে আছি দুঃখসাঁকোর মাঝামাঝি
কোন শুরু নেই
শেষ নেই
বৃত্তের পরিধির মতো ঘুরে ফিরে আগের মতোই
কষ্টগুলোর সাথে সন্ধি করে এখনো মনটাকে সমতল বানাতে পারিনি
এক কলমের আঘাতে বিপর্যস্ত হৃৎপিণ্ডটা
বিজনবনের ঘুঘুপাখি
গভীর থেকে উঠে এলোনা প্রসন্নতার কাব্য
নতুন নতুন আবহে লেখা হলোনা গান
গ্লানিকর উন্মাদনা নিয়ে
ইতিহাসের চর্চিত দেয়াল থেকে নেমে গেছে
সোনালী দিনের লতাপাতা
খুঁটে খাওয়া মধ্যবিত্ত মগজে তৃপ্তির ঢেঁকুর তুলেই চলছি আর সূর্যের মুখ ঢেকে যাচ্ছে অবিরাম কালোছায়ার নীচে
অগভীর চেতনার ঢেউ
এসে থামে বুকটার হাহাকারের কাছাকাছি
একটা বিরান সৈকতে
প্রতিদিনের রঙিন স্বপ্নেরা
মরা শামুকের দুঃখের মতো
নিশ্চল নিশ্চুপ।