বসন্ত ঋতুর প্রথম মাস
সবাই ডাকে ফাগুন,
ফাগুন মাসে গাছে ফোঁটে
শিমুল ফুলের আগুন।
ভ্রমর গুনগুন গান করে ভাই
ফুলের আশেপাশে,
ধানের চারা করতে রোপন
কৃষক জমিন চাষে।
জলাশয়ে শিশু-কিশোর
মাছ ধরে সব ঝাকে,
পাখি ডাকে কিচিরমিচির
কঁচি পাতার ফাঁকে।
বাজার ওঠে আলু কুমড়ো
শাক-সব্জি আর বাগুন,
শীত হতে সব গরীব বাঁচে
আসলে ধরায় ফাগুন।।
ঠিকানাঃ
গ্রাম : নতুন পানিসারা,ডাকঘর: পেঁচুল, উপজেলা: শেরপুর,জেলা: বগুড়া, বাংলাদেশ।
C/O : নুরু মুন্সি