কুসংস্কার আর কুপ্রথার বেড়াজালে
একসময় মানুষ হয়ে পড়েছিল জর্জরিত
ঠিক সেইসময় সমাজকে বাঁচাতে
মহাপুরুষদের আর্বিভাব হয়েছিল
প্রদীপের শিখার মতো।
রামমোহন রায় থেকে বিদ্যাসাগর
বিবেকানন্দ থেকে রবীন্দ্রনাথ
এক,এক করে কত মহাপুরুষদের
আর্বিভাব হয়েছিল আমাদের দেশে
আমরা কতটুকু শিক্ষা নিচ্ছি
এদের জীবন ও কর্ম থেকে?
আজ মানুষ ভোগবাদে নিমজ্জিত
কর্তব্য ও আদর্শ থেকে হচ্ছে বিচ্যুত
যতদিন যাচ্ছে দূর্নীতিতে হচ্ছে আসক্ত
একমাত্র মহাজীবনের আলোই পারে
সমাজকে করতে কলুষিত মুক্ত।