নতুন দিনের আহ্বানে
মুহাম্মদ রাইস উদ্দিন
নতুন বছর নতুন দিন
স্বপ্ন আঁকা হোক রঙিন।
অন্তরিক্ষে তাঁরার মেলা
সুখ সাগরে ভাসাই ভেলা।
পুরোনো সব গ্লানি ভুলে
হৃদয় দোয়ার রেখো খুলে।
নব উদ্যমে যাও এগিয়ে
শতবাধা সব ছাপিয়ে।
অন্ধকারের রেশ কাটীয়ে
আলোর পথে যাও এগিয়ে।
নতুন সুর্য উঠবে ভোরে
আয়রে নতুন নিদ্রা ছেড়ে।
নতুন দিনের আহ্বানে
সাড়া দিও শান্ত মনে।
জীবন যুদ্ধে হবে জয়
সত্য ন্যায়ের নেই ক্ষয়
বাইশ ও তেইশ
নবারুন কান্তি বড়ুয়া
আমরা কী আর কম পেয়েছি
বাইশ এর বারোমাসে,
স্বপ্নগুলো পূর্ণ হলো
তাইতো হৃদয় হাসে।
কিছু হয়তো ছিল বটে
অপূর্ণ আর ভুলের,
ভুলগুলো সব ফুলই হলো
সৌরভ যেন ফুলের।
তেইশের সাথে মিতালী হোক
গাঁথা নতুন স্বপ্নে,
ভরে উঠুক গোলা সবার
ধন ও মানিক রত্নে।
সুখ শান্তি ভালোবাসা
বছর জুড়ে রবে,
আশা সবার আগামী দিন
আরো ভালো হবে।
নতুন বছর নতুন আশা
মোহাম্মদ নিক্সন
নতুন বছর নতুন আশা,
অতীত ভুলে করি আশা।
অধরা মনের ইচ্ছে যত,
পূর্ণতা পাক সবার মনের মতো।
হাঁসি কান্না জীবন দোলায়,
যাই আসুক এ পথ চলায়।
রাখবো সাহস মনের জোর,
হবেই হবে নতুন ভোর।
রাগ অভিমান থাক তোলা,
ভালোবেসে হোক পথ চলা।
হিংসা বিবাদ ভুলে গিয়ে,
জীবন চলুক সকলে মিলেমিশে।
নতুন বছর এলো
মৃণাল কান্তি সরকার
নতুন বছর নতুন ভাবে
করব সবাই বরণ
জীবন চলার পথে যেনো
হয়ে থাকে স্মরণ।
দুঃখের স্মৃতি ভুলার এটাই
এলো সবার সময়
নতুন বছর নতুন স্বপ্ন
পথের হবে জয়।
নতুন বছর নতুন ভাবনায়
করব মোরা শপথ
জীবন যুদ্ধে চলার পথে
আসুক যত হোঁচট।
নতুন বছর ঘিরে আছে
সবার যত ভাবনা,
দুঃখ গ্লানি ভুলে হবে
নতুন কিছু কল্পনা।
ক্যালেন্ডার বদল
সাদিয়া আফরোজ
ক্যালেন্ডারের হচ্ছে বদল
আসছে ভাই নতুন সাল,
২০২২শে হয়তো খাইছেন
গুরুজনদের ঐ গাল।
পুরাতন সেই দিনের কথা
যদিও মনে পড়ে
নতুন কিছুর আনন্দে তাই
ভুলে যেও তারে।
জীবন থেকে যাচ্ছে চলে
আরো একটি বছর
অনেক মনে জমে আছে
দুঃখ সুখের বাঁশর।
দুঃখ হলো প্রবাহমান
সুখ ক্ষণিকের তরে
নতুন বছর শুরু করো
একটু হিসাব করে।
দুহাজার বাইশ যেমন কাটুক
তেইশটা সুখের হোক
দেশ ও জাতির সবার মনে
শান্তি সদা থাকুক।
আক্ষেপ
বিপ্লব গোস্বামী
বিপ্লব গোস্বামী
বাঙ্গালি বাবু,
ভুলেগেছ নববর্ষ
নিউ ইয়ারে হয়েছো উত্তাল !
বলো তো দেখি চলছে এখন
বাংলা কত সাল ?
বাঙ্গালি বাবু,
হারিয়ে তোমার নিজস্বতা
হয়েছ পরের দাস !
বলো তো দেখি চলছে এখন
বাংলা কোন মাস ?
বাঙ্গালি বাবু ,
বলো তো দেখি বাংলা মাসের
তারিখ কত আজ ?
জবাবে বলেন এসব জানার
নেইতো কোন কাজ !
বাঙ্গালি বাবু,
বলো তো দেখি বাংলা
নববর্ষের মানে ?
জবাবে বলেন কি লাভ হবে
ওসব কিছু জেনে !
সবার দোয়া চাই
সৈয়দুল ইসলাম
নতুন বছরের আগমনে
হাসছে কতোই ফুল,
ক্ষমা করে দিও সবাই
আমার শত ভুল।
আদর ভালোবাসায় সবাই
আপন করে নিও,
চলার পথে সহযোগিতার
হাত বাড়িয়ে দিও।
নতুন বছরে নতুন কিছু
শিখবো সবার কাছে,
যে শিখাতে সুখ শান্তিতে
জীবন আমার বাঁচে।
হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান
সবাই আমার ভাই,
জীবন যুদ্ধে সফল হতে
সবার দোয়া চাই।