কতদিন তুমি চিৎকার করবে,
একটা অসাম্রাজ্য নিরাপদে?
ঘেউ ঘেউ করছে স্বার্থপর,
জ্বালিয়ে পুড়িয়ে চূর্ণবিচূর্ণ করতে!
ফাঁকা রাস্তার মাঠে রক্তের কালোদাগ,
সমাজ বুঝেও....
প্রতিবাদে নীরব থেকেছে!
আর কতদিন অত্যাচার সইবে?
যেদিন তোমার হাড়ির চুল্লি বন্ধ হবে!
একটা রণহুঙ্কার চাই,
ভবিষ্যতে দীপ জ্বালাতে।
এখনো কত নিষ্পাপ কঙ্কাল,
সত্য প্রকাশে কাঁদছে।
ওদের এখনো প্রত্যুত্তর মেলেনি,
অত্যাচার সইতে সইতে।
লালসার ফাঁকা রাস্তায়...
অকালে কত ধর্ষিতা মরছে!
প্রশ্ন তুমি মুখ বুজে আজ,
প্রতিবাদ করতে ভুলে গেছো।
আর কতদিন নিজেকে মানুষ বলে দাবি করবে,
একদিন নিজের বিবেককে বোঝাতে পারবে?
যেদিন তোমার যন্ত্রণা ধুঁকে ধুঁকে,
সত্য সমাজের বুকে মীরজাফর হয়ে থেকে যাবে!