রোজ ভোর শুরু, ভয় দুরুদুরু
কাজ কিসে শেষ চিন্তা
দিন আলোতেই ধুলো কালিতেই
জোরকদমের দিনটা
লেখা কতশত মন অবনত
ভয় হারানোর কষ্ট
মনোকণিকায় বহুজনিতায়
ঝড় উঠে সব নষ্ট
রোজ দুঃখে বোধ সূক্ষ্মে
খাতা ভরা রোদ সৃষ্টি
পথ রথ তলে কাল আলো জ্বলে
হাসি মনে বাঁচা কৃষ্টি
কত লেখা রোজ মরে প্রাণ পায়
কত লেখা রোজ বাঁচছে
জীবনের ঘর রোদ-জলধর
পেট খালি গালি যাচছে
সময়ের তরে কত সুখ দরে
দুখ কেনা হাসি দরদাম
একই মত পরে রোগ শোক সরে
ভোগপথ রথে চুনকাম
তবু পথ চলা মিছে কথা বলা
রোদ জল লাগে খালি গায়
মনে রোজ ব্যথা বোঝা ভুল কথা
বেশি পেয়ে বেশি বেশি চায়
পথ আজও চলে মতে রোজ দলে
হাসি রোদ আশা যাচনা
বাঁচা আজ বড়ো শুধু দূরে সরো
মন কাছে পুড়ে বাঁচো না,
করে কাজ সব নিজে হয়ো শব
নেই এ পথের দুঃখ,
যা কিছু করার হেরে পা ধরার
রূপ বাস্তব রুক্ষ।
তাই কাঁদে পথ কাল মতামত
ইতিহাস পাতা উল্টায়
পথে অনেকেই দেখে নিজেকেই
ফোটে কি রবির ফুল তো!
অমিতাভ সরকার
বারাসাত, কলকাতা।