কোথায় রবীন্দ্রনাথের অমিত
তাপস কুমার বর
২৯.১২.২২
________________________
একটা শুকনো গোলাপ
ঝরে গেছে নীরবতার অন্ধকারে।
কখনো সে বিভূতি হতে পারেনি.....
তুমি দাঁড়িয়ে গেছো বার্ধক্যের ঝরা যৌবনে।
কখনো পলাশ ফুলের গন্ধ এসে,
মাতিয়ে দিয়ে যায়.....
তোমার লাবণ্যের স্মৃতি মঞ্জিলে!
আজ,তুমি অনেক দূরে,
স্বপ্নগুলো মরে গেছে।
যেখানে হাজার হাজার মৃত মমি সাম্রাজ্য,
মরুদ্যানের যন্ত্রণা নিয়ে বেঁচে আছে।
লাবণ্যে তুমি কোথায়?
অমিতের সাম্রাজ্য কালপুরুষের আঘাতে....
অজানার মৃত ধূলিস্যাৎ হয়ে পড়ে আছে।
সেদিন তুমি কি একবার পিছু ডাকবে?
রবীন্দ্রনাথের সেই অমিত....
বিলুপ্তির অন্ধকারে হারিয়ে গেছে!
ঠিকানা-গ্রাম- সাগর কৃষ্ণনগর, পোঃ- সাগর কৃষ্ণনগর, থানা- সাগর, জেলা- দঃ ২৪ পরগনা।