স্নেহের করিডোরে ।। পরমেশ্বর গাইন


নধর ছাগলগুলো উদাস মনে
সারি সারি কসাইয়ের দরজায়
দাঁড়িয়েছে পালকের অনুরোধে
নুতন সোহাগের আশায়। 

দূরে কাছে বিচরণ ভূমি 
স্বজাতীয় আলাপন নয়, 
শুধু চেনা স্পর্শগুলোতে
আদর লোলুপ ঈঙ্গিতে।

চিন্তার পাহাড়ে ভয়াতুর মন
আতঙ্ক দেখে শ্বাস প্রশ্বাসে
পায়ের শব্দে সন্দেহ
আপনজনের নিখাদ বিশ্বাসে। 

আনন্দ উল্লাস উন্মাদনায়
বিশদ আলোচনা
পরের উপহার আমি আমরা
যে কেউ একজনা। 

থমথমে আকাশ বাতাস দুনিয়া
যেন গোধূলির সোহাগ ছড়ায়
বিদায় অভিবাদনে
কসাইয়েয় জমাটি মহল্লায়। 

হঠাৎ অচেনা আর্তনাদে 
সহচরীর ছিন্ন মাথা মাটিতে
শেষ জীবন শক্তিতে
শরীর ঝুলছে উঁচুতে। 

রক্ত নদীর বুকে কাটা মাথার
ডাগর চোখের কাতর দৃষ্টিতে
আরো বাঁচার অনন্ত আবেদন..... 
নিষ্ফল অরণ্যের রোদন। 

ঝোলানো পা দুটো শুধু একবার 
আতুর ঘর ছুঁতে চায়
অদৃশ্য অন্ধকারে ডুবে
জন্মভূমির মমতায়। 

নিরুপায় নধর শরীর
নিস্তেজ হয়ে এলো 
পালকের বিশ্বাসে বিনয়ে
নিভে গেলো শেষ আলো। 

তারপর....... 
খণ্ড খণ্ড আদরের দেহ
কাটা মুণ্ডুর অপলক দৃষ্টি
ধরে নিল রঙ মাখা স্নেহ। 

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।