মহান একুশ।। মুহাম্মদ রাইস উদ্দিন

 

(এক)
একুশ মানে গৈারবময় মহান ইতিহাস
রক্তে ভেঁজা পিচ ঢালা পথ শহীদানের লাশ।
মাতৃভাষার দীপ্ত শিখা হৃদয়ে বাঁধে বাসা
সকল ভাষার চাইতে খাসা মার শেখানো ভাষা ।
বাংলা ভাষায় বলতে কথা দিলেন যারা প্রাণ
বরকত সালাম রফিক জব্বার সফিউর রহমান।
তোমাদের এ আত্ম ত্যাগ বিশ্বে বেনজীর 
বিশ্ব ভাষায় তোমরা হলে কালজয়ী বীর।
মায়ের ভাষায় গল্প কথা কাব্য ছড়া গান
এসব যেনো রক্ত ঝরা বায়ন্নেরই দান।

(দুই)
একুশ আমার স্মৃতির মিনার গর্ব অহংকার
একুশ আমার বাউল মনের সূরেরও ঝংকার ।
একুশ আমার মায়ের বুকে বাজায় বীণার সূর
একুশ যেন বাংলা ভাষার সোনালী এক ভোর ।   
একুশ যেন  বর্ণমালার কাব্য-ছড়া-গান 
একুশ যেন ফিরে পাওয়া বাংলা ভাষার মান ।
একুশ তুমি বিশ্ব মাঝে পেয়েছো সম্মান
একুশ বিশ্ব ভাষা দিবস স্মৃতি অম্লান।

মা মাটি মানুষ

ভিন দেশিরা বুঝেনী কভু 
বাঙালিদের কথা
মুখের ভাষা কাইরা নিতে 
একটু লাগেনী ব্যথা। 

পাকিস্তানের শাসক গোষ্ঠীর
 নির্মমতা দেখে
ঘুম থেকে জেগেছে বাঙালী
 তীক্ষ্ণ দ্বীপ্ত চোখে। 
অবিকাশিত স্বাধীনতার বিজ
 হয়েছিল বপন 
একাত্তরের ১৬ই ডিসেম্বরে 
পুরণ হয়েছিল স্বপন।

ভাষার জন্য প্রাণ দিল যারা 
বিফলে যায়নি রক্ত
বিশ্ব বাসি জেনে গেছে আজ
 আমরা ভীতি মুক্ত।

ভাষার জন্য কোন জাতিকে 
করতে হয়নি যুদ্ধ 
মায়ের ভাষার মান রাখিতে 
বাঙালি ঐক্যবদ্ধ। 

মা মাটি মানুষের তরে 
জিবন বিলিয়ে দিতে
ভয় পায়না বীর বাঙালি 
শত্রুর জীবন নিতে।

বাংলা আমার জিবন মরন 
ভাষা মোদর মান
বাংলায় মোরা স্বপ্ন দেখি 
গাই জিবনের গান।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।