শোনো কেশবতী কইন্যা
ওই কাজীর কথায় রাজি হয়ে কবুল বলছো কি?
চার বসন্ত পেরিয়ে, বসন্ত নিয়ে ভাবা বোকামি
এখন সময় অন্ন-বস্ত্র-বাসস্থান নিয়ে ভাবার।
যদি বলি চুল ফেলে দাও!
তুমি কি চুল ফেলে ন্যাড়া হবে?
চুলের ঘ্রাণে থাকে আবেগ; থাকে স্বপ্ন।
তাহলে এবার হাতটা কাটো মোটা দাগে!
বিয়ে, বউ ভাত, মেহেদী, ফুলশয্যা সবই হয়ে যাক!
হুম এবার চোখ তুলে ফেল!
কাজলে তো কালোই লাগে
রেখে কি লাভ মিথ্যা মায়ার চোখ!
তারপর প্যারিস রোডে নিজেই থেতলিও মাথা
তোমার জ্বরের তাপ তুমি বুঝ
বাদ বাকি সবাই ডাক্তার!
আরিফ হাসান
নাট্যকলা বিভাগ
নজরুল বিশ্ববিদ্যালয়।
আপনার আবৃত্তি এবং লেখনী উভয়ই পছন্দের।
ReplyDeleteমন্তব্যর জন্য ধন্যবাদ
Deleteআপাত দৃষ্টিতে শুদ্ধ ভালোবাসার অগ্নিপরীক্ষা বলে মনে হলেও উত্তর আধুনিক চিন্তার বহিঃপ্রকাশ এই কবিতা লেখক মননের ঋদ্ধতার আভাস দিচ্ছে।
ReplyDeleteOsomvob sundor hoyeche kobita...
ReplyDelete