অনিরাপদের কবলে অগতির প্রোপাগাণ্ডা ।। মোহাম্মদ শহীদুল্লাহ্

 

নৈকট্যেও নিরাপদ নেই বুঝি নীল চাঁদোয়াডানা,
মেঘের আড়ালে যতটুকু আলো ছিলো-
ততটুকুইতো পেতাম অধিকার বলে।
বেদনার তুমুল আর্তনাদে
ফুলেল সময়টাও শামুকভাঙা দুঃখে মলিনতা আঁকড়ে ধরেছে,
সমসত্ত্ব সহানুভূতি দেখানো হলোনা।
ঘোলাটে চোখ থেকে ঠিকরে পড়ছে লবনজলে,
প্রতিদিনের জ্বলন্ত হাইড্রোজেন
প্রশ্বাসের বারান্দায়।
অবারিত শুভেচ্ছা জানাতে বিনীত অঞ্জলি
ফিরে গেছে বৈকুন্ঠ অবগাহনে।
সুপেয় মানসসরোবরের একটা
দাহিত' পরাণের গহীন ভিতর'টা
রক্তাক্ত অধ্যায় খুলেছে(৭১ এর মতো)।
সুতীক্ষ্ম ভোজালির উদ্যত অগ্রভাগে গণতন্ত্র বসিয়ে'
খোশমেজাজে হরিলুট,
বেলা-অবেলার অপ্রকাশিত প্রতিবেদন;
আর যত নিষিদ্ধকরণের ধারা-উপধারায়
সেরে নিলাম কাকগোসল।
অসমাপ্ত কবিতার পরনে তাই
প্রচারহীন বিস্মৃতির সিক্ত নীলাম্বরী,
বৈধব্যের দুপুরের ভাঁজ যেন পিঙ্গল জঠরে।


Propaganda of progress by the insecure 
Mohammad Shahidullah


I understand that the blue sky is not safe even in the vicinity,
As much light as there was behind the clouds-
That's all I got as a right.
In a loud cry of pain
Even the flowery time has gripped the filth with snail-broken sorrow,
Sympathy is not shown.
Salt water is falling from cloudy eyes,
Everyday burning hydrogen
On the balcony of the breather.
Kind regards Anjali
Vaikuntha has returned to ignorance.
One of Supeya Manasarovar
Dahit' Parana's Gheena Bhirta'
Bloody chapter opens (like 71).
Sutikshma Bhojali's Udyat puts democracy at the fore.
Horilut in a good mood,
Bella-Abella's Unpublished Report;
And as many prohibitions in the subsections
I took a bath.
So in the form of unfinished poems
The drenched blue of oblivion,
The midday folds of widows are like pingles. 

_________
ঠিকানা
প্রগতি হোমিও ফার্মেসী,পূর্ব মইলাকান্দা, শ্যামগঞ্জ বাজার,  বাংলাদেশ। 

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।