তিনটি কবিতা ।। সুবাইতা প্রিয়তি

 

আদেশপ্রাপ্তি

রূপোলি বৃহস্পতি গ্রহের টানেও বিষ্যুদবারগুলো আমার খুব ভালো যায় না-
         সমৃদ্ধি না, জৌলুস না।আর ক্রিয়েটিভিটি গ্র্যাভিটিশনের দায়ে দাফন হয়ে গেছে। অধীরতা,মোহমায়া, ভিক্ষা, জঠরপূর্ণ পাপ- কী প্লিবিয়ান প্রেষণা!
      এমনও কি হতে পারে না যে ক্রাইম ছিলো না তোমার "আমাকে ছেড়ে চলে যাও"- আদেশ মানা,ঐ রোমন্থনে?

অতি রসায়ন

অতিপ্রেমের বাঙময় 'সুইটহার্ট'-রা,
  মাইগ্রেনের তীব্র স্রোতের ধাক্কায়-
            অচেতন-
     হয়ে আছে। তুমি বা কলহাস্যে সুন্দরীটিও মরলে
    সেই একই ব্যাকটেরিয়াদের রাসায়নিক ভূরিভোজ। তবে কেন পকেটে কাঁচা ডালিমফুল নিয়ে বেড়াও?
বলে দিতে হবে কি -"মানুষ বড্ড অসহায়, একটু খবর রেখো?"
তবে তোমার 2+2=4 সমীকরণটি ভুল!

প্রতিদ্বন্দ্বিতা

পিঙ্গল পেনে পঙ্কিলতা ছাড়া-
  আর কী রাখতে পেরেছিল চৌহদ্দির বাইরে?
নির্ভেজাল কিছু পাপ ছাড়া
   -ওয়ারিশসূত্রে কিছু মিলেছিল আমার?
             তবুও মায়া করো!
এতো সুবর্ণ সুযোগ গালি দেয়ার,
     নষ্ট করো!
দেখো,
দুহাত ভরে সংকর- রসায়ন ছাড়া-
   কারো ঠোঁটেই চুমু খাইনি,এতো ভীরুতা!
              তবুও শেষ লাইনে-
সংবিধানের ভেতরের কিছু রাখা মানা কেন?

(তিনটি কবিতা ।। সুবাইতা প্রিয়তি)

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।