আদেশপ্রাপ্তি
রূপোলি বৃহস্পতি গ্রহের টানেও বিষ্যুদবারগুলো আমার খুব ভালো যায় না-
সমৃদ্ধি না, জৌলুস না।আর ক্রিয়েটিভিটি গ্র্যাভিটিশনের দায়ে দাফন হয়ে গেছে। অধীরতা,মোহমায়া, ভিক্ষা, জঠরপূর্ণ পাপ- কী প্লিবিয়ান প্রেষণা!
এমনও কি হতে পারে না যে ক্রাইম ছিলো না তোমার "আমাকে ছেড়ে চলে যাও"- আদেশ মানা,ঐ রোমন্থনে?
অতি রসায়ন
অতিপ্রেমের বাঙময় 'সুইটহার্ট'-রা,
মাইগ্রেনের তীব্র স্রোতের ধাক্কায়-
অচেতন-
হয়ে আছে। তুমি বা কলহাস্যে সুন্দরীটিও মরলে
সেই একই ব্যাকটেরিয়াদের রাসায়নিক ভূরিভোজ। তবে কেন পকেটে কাঁচা ডালিমফুল নিয়ে বেড়াও?
বলে দিতে হবে কি -"মানুষ বড্ড অসহায়, একটু খবর রেখো?"
তবে তোমার 2+2=4 সমীকরণটি ভুল!
প্রতিদ্বন্দ্বিতা
পিঙ্গল পেনে পঙ্কিলতা ছাড়া-
আর কী রাখতে পেরেছিল চৌহদ্দির বাইরে?
নির্ভেজাল কিছু পাপ ছাড়া
-ওয়ারিশসূত্রে কিছু মিলেছিল আমার?
তবুও মায়া করো!
এতো সুবর্ণ সুযোগ গালি দেয়ার,
নষ্ট করো!
দেখো,
দুহাত ভরে সংকর- রসায়ন ছাড়া-
কারো ঠোঁটেই চুমু খাইনি,এতো ভীরুতা!
তবুও শেষ লাইনে-
সংবিধানের ভেতরের কিছু রাখা মানা কেন?
(তিনটি কবিতা ।। সুবাইতা প্রিয়তি)