যে ভাষাতে মা ডেকেছি ।। নবারুন কান্তি বড়ুয়া


যে ভাষাতে মা ডেকেছি
সে ভাষাটি আমার,
এ ভাষাতে বলতে কথা
লাগবে ভালো তোমার।

যে ভাষাতে জব্বারের নাম
নাম ফলকে লেখা।
সে ভাষাটি সেরা ভাষা
আমার চোখে দেখা।

যে ভাষাতে বন্ধু বলে
তোমায় আমি ডাকি,
সে ভাষাটি এ হৃদয়ে
যত্নে আমি রাখি।

এ ভাষাতে ভালোবাসা
এ ভাষাটি মিষ্টি,
সবার প্রিয় বাংলাভাষা
অনবদ্য সৃষ্টি।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post