যে ভাষাতে মা ডেকেছি ।। নবারুন কান্তি বড়ুয়া


যে ভাষাতে মা ডেকেছি
সে ভাষাটি আমার,
এ ভাষাতে বলতে কথা
লাগবে ভালো তোমার।

যে ভাষাতে জব্বারের নাম
নাম ফলকে লেখা।
সে ভাষাটি সেরা ভাষা
আমার চোখে দেখা।

যে ভাষাতে বন্ধু বলে
তোমায় আমি ডাকি,
সে ভাষাটি এ হৃদয়ে
যত্নে আমি রাখি।

এ ভাষাতে ভালোবাসা
এ ভাষাটি মিষ্টি,
সবার প্রিয় বাংলাভাষা
অনবদ্য সৃষ্টি।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।