আপনি আমার শুধরে দেওয়া ভুল ।। তাসনিয়া ইসলাম

 

আপনি আমার 
শুধরে দেওয়া ভুল,
আপনি আমার রাত্রি শেষে 
শিশির ছোঁয়া শুভ্রতম ফুল।
আপনি আমার 
অন্ধকারে ছায়া,
আপনি আমার আগলে রাখা;
বুকের ভেতর শুদ্ধতম মায়া!
আপনি আমার শীত সকালের রোদ,
আপনি আমার পাগলামিতে ;
মানুষ থাকার সুস্থ বিবেকবোধ। 
আপনি আমার জলের ভেতর ঢেউ,
আপনি আমার ভীষণ আপন  নিজের কেউ।

1 Comments

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

  1. তাসনীয়া ইসলামের।কবিতাটি ভাল লেগেছে।কবিকে ধন্যবাদ।

    ReplyDelete
Previous Post Next Post