বাঙালির মুক্তির সংগ্রাম ।। মনিরুজ্জামান মনির


সেদিন সাতই মার্চ রেসকোর্স মাঠ
অগণীত মানুষের ভীড় ঠাঁই নাই 
দূর্বাঘাসও সেদিন ফণা তুলেছিলো,
দলিত আপামর উদগত অঙ্কুরটিও-

সেদিন জনসমাবেশ রেসকোর্সে

ঐক্যতার ডাক শপথ আউড়ানোর
হাত হাত,কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম 
মুক্তির বার্তা গণমানুষের কণ্ঠস্বর।


একটি কবিতা লেখা হবে বলে
সেদিন কৃষক,শ্রমিক,দিনমজুর
গাড়োয়াল,কচুওয়ন,বুদ্ধিজীবী,শিক্ষক 
কবিও কেরানি শুনতে কালজয়ী বাণী।

সে ভাষণ মুক্ত শাসন-শোষণ 
উৎপীড়নের হাত হতে বাঁচন,
"এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম"

মনিরুজ্জামান মনির 
লক্ষ্মনপুর
শার্শা-যশোর

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post