উঁইপোকা বৃত্তান্ত ।। মুস্তফা হাবীব


উনিশশো একাত্তর মার্চ - ডিসেম্বর
মাটি আর মানু‌ষের অধিকার প্রতিষ্ঠায়
নদীজল গিরিপথে মানুষ দিয়েছে হামাগুড়ি
অসম্ভব রক্তরসে ভিজেছে মাটি।

 কিছু দেশীয়  মীরজাফর ষড়যন্ত্রে লিপ্ত হয়ে 
এই মাটিতেই নির্মাণ করেছে কঙ্কালভূমি, 
মেধাহীন জাতি বানাতে উঁইপোকাগুলো 
 মেতেছে আগুন খেলায়। 

দেশপ্রেমিক মানুষের জীবনের বিনিময়ে
হেসে ওঠে বাংলাদেশ।
তবে দুর্বোধ্য জটাজালে এখনও মানুষ বন্দী
মূঢ় বৃক্ষের রোষানলে পুড়ে পুড়ে নিঃশেষ।

---------------------------------------
মুস্তফা হাবীব
কবিতা পার্ক, মডেল স্কুল রোড,
শরিকল, গৌরনদী, বরিশাল - ২০২৩

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post