বীরের জাতি।। নবারুন কান্তি বড়ুয়া

 


সবুজ ললাট সে ললাটে
টকটকে লাল টিপ,
তেরোশত নদী ঘেরা
যেন একটি দ্বীপ।

এ সবুজে মিশে আছে
আমার লক্ষ ভাই,
লাল টিপ যেন রক্তে রাঙা
দেখতে লাগে তাই।

এ সবুজে স্বাধীনতা
বাঙালীদের জয়,
লাল টিপের ঐ রক্ত দেখে
আর করিনা ভয়।

বাঙালীরা বীরের জাতি
জানো তোমরা ঠিক,
হার মেনেছে বুলেট বোমা
জেলের চৌদ্দ শিক।

চট্টগ্রাম, বাংলাদেশ।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।