বীরের জাতি।। নবারুন কান্তি বড়ুয়া

 


সবুজ ললাট সে ললাটে
টকটকে লাল টিপ,
তেরোশত নদী ঘেরা
যেন একটি দ্বীপ।

এ সবুজে মিশে আছে
আমার লক্ষ ভাই,
লাল টিপ যেন রক্তে রাঙা
দেখতে লাগে তাই।

এ সবুজে স্বাধীনতা
বাঙালীদের জয়,
লাল টিপের ঐ রক্ত দেখে
আর করিনা ভয়।

বাঙালীরা বীরের জাতি
জানো তোমরা ঠিক,
হার মেনেছে বুলেট বোমা
জেলের চৌদ্দ শিক।

চট্টগ্রাম, বাংলাদেশ।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post