সবুজ ললাট সে ললাটে
টকটকে লাল টিপ,
তেরোশত নদী ঘেরা
যেন একটি দ্বীপ।
এ সবুজে মিশে আছে
আমার লক্ষ ভাই,
লাল টিপ যেন রক্তে রাঙা
দেখতে লাগে তাই।
এ সবুজে স্বাধীনতা
বাঙালীদের জয়,
লাল টিপের ঐ রক্ত দেখে
আর করিনা ভয়।
বাঙালীরা বীরের জাতি
জানো তোমরা ঠিক,
হার মেনেছে বুলেট বোমা
জেলের চৌদ্দ শিক।
চট্টগ্রাম, বাংলাদেশ।