আলিঙ্গনে প্রতিবাদ ।। প্রণব কুমার সত্যব্রত

 


অবরুদ্ধ আলিঙ্গনে প্রতিবাদ হাতে হাত রেখে
মরা জোৎস্নার গায় লেগে আছে বিষন্নতার কালি,ইউক্রেন-রাশিয়া পরাশক্তি।
তামাকের ঘোর নেশা গন্ধ এখনো বাতাসে
মানুষ কত অমানবিক? 

ভোর রাতে ঝড়ে শিউলি-
নেতিয়ে উঠেছে লাউয়ের ডগা
ডাটাশাক আমনের ধান ঘরে আসার সময়
অকাল বানে তলিয়ে গেছে সব
তাই আজ বিশ্বে মন্দা।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post