দিগন্ত ।। মুহাম্মদ আস্রাফুল আলম সোহেল

 

অপার নীল আকাশ ৷
সাদা মেঘগুলো নীলিমায় মিলিয়ে যায় ৷
পূর্ণিমার চাঁদ নেমে আসে সমুদ্রে স্নান করতে ৷
এদের মধ্যে কি যেন নিবিড় আলাপন ৷
দূর দিগন্ত চেয়ে দেখে আর লাজুক হাসে ৷
জোয়ার-ভাটার শাশ্বত রূপ প্রকৃতিকে প্রাণসঞ্চার করে ৷
সমুদ্রকে গ্রহণ করা জমিনে তোলপাড় সৃষ্টি হয় ৷
মানুষের মনে রঙ, পরিবেশে পরিবর্তন এবং কতো কি…
কিন্তু আকাশ ও জমিনের মাঝে রয়েছে বিশাল পার্থক্য ৷
তবুও তারা দিগন্তে মিশে যায় ৷
প্রকৃতির এ এক অপরূপ সৌন্দর্য ও মুগ্ধতা ৷
তবে কি, আকাশ ও জমিন কখনো দিগন্তে মিলিত হয়?
হয়তো তাই মনে হয় ৷
অবশ্য না, এটি মানুষের ভুল ধারণা ৷
তারপরও, মানুষ এমন একটি ভুল বিশ্বাসকে ধারণ করে ৷
ছুটে বেরায় দিগন্তের পিছনে ৷৷

1 Comments

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

  1. শুভ সকাল!
    গতকাল ১৮-০৩-২০২৩ খ্রিষ্টাব্দে আমার রচিত "দিগন্ত" কবিতাটি বর্ণপ্রপাত শিল্প-সাহিত্য-সংস্কৃতির বাংলা সাময়িকীতে প্রকাশিত হওয়ায় সম্মানিত সম্পাদকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি ৷

    ReplyDelete
Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।