ফুল পাখি ।। মুহাম্মদ রাইস উদ্দিন


রাতের শেষে ভোর হয়েছে
সূর্যি মামা হাসে?
শিশির যেন মুক্তা দানা
ঘাসের ডগায় ভাসে।

ভোরের বেলা ফোটে কমল
গন্ধে ভরে মন
ফুলপাখিদের বাসবো ভাল
আজ করেছি পণ।

ফুলের শোভা পাখির গান
বড্ড ভালোবাসি
সাত সকলে অদের টানে
তাই তো ছুটে আসি।

ভোরে উঠো বন্ধু তুমি
চিরসবুজ রবে
হৃদয়মন থাকবে সতেজ 
বাসবে ভাল সবে।

 সুস্থতাই সব সুখের মূল
জীবন হবে সুখের
অসুস্থতা সুখ কেড়ে নেয় 
বাড়ায় জালা বুকের।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।