রাতের শেষে ভোর হয়েছে
সূর্যি মামা হাসে?
শিশির যেন মুক্তা দানা
ঘাসের ডগায় ভাসে।
ভোরের বেলা ফোটে কমল
গন্ধে ভরে মন
ফুলপাখিদের বাসবো ভাল
আজ করেছি পণ।
ফুলের শোভা পাখির গান
বড্ড ভালোবাসি
সাত সকলে অদের টানে
তাই তো ছুটে আসি।
ভোরে উঠো বন্ধু তুমি
চিরসবুজ রবে
হৃদয়মন থাকবে সতেজ
বাসবে ভাল সবে।
সুস্থতাই সব সুখের মূল
জীবন হবে সুখের
অসুস্থতা সুখ কেড়ে নেয়
বাড়ায় জালা বুকের।