সেদিন জনতা উত্তাল ছিল,
রাজপথ জনাকীর্ণ।
স্লোগানে আকাশ মুখরিত ছিল,
শাসকের দল শীর্ণ।
সকলের প্রাণে উচ্ছ্বাস ছিল
দেশের প্রেমেই দীপ্ত।
সকলের হাতে লাঠি ছিল আর
সকলেই ছিল ক্ষিপ্ত।
পাকশাহীদের তখতে তাউস
আজকেই হবে অন্ত।
ভাঙতেই হবে নরপশুদের
নখর, থাবা ও দন্ত।
লালো মানুষের ভিড় ঠেলে ঠেলে
নেতা আসে অনিরূদ্ধ।
মুজিবকণ্ঠে মোহনীয় বলে
নিশ্চুপ সভাশুদ্ধ।
ভায়েরা আমার, রক্ত দিয়েছি,
আরো দিতে হবে রক্ত।
যার যা-ই আছে তাই নিয়ে করো
নিজেদের ঘাঁটি শক্ত।