এক ঝাঁক পাখি কাঁদে
স্বাধীনতা হারা,
মরু চায় নদী পথ
ঘুরে যাক ধারা।
কে শুনে বা কার কথা
পাখিদের দলে,
শক্ত মানুষ আছে
যার মনোবলে।
পাখিদের কোলাহল
স্বাধীনতা চাই,
মরু যাক দূরে সরে
নদী যেন পাই।
এই নিয়ে মরু সাথে
লাগে যে লড়াই,
মরুর সেই কুকাম
হারা সে বড়াই।
পাখিরা স্বাধীনতার
সুখ পেয়ে খুশি,
যে আশা মনের মাঝে
রেখেছিল পুষি।
মজনু মিয়া
মির্জাপুর
টাংগাইল