আগমনী বার্তা ।। রফিকুল ইসলাম মানিক

 


 
কচি সবুজ নব প্রেমে মজছে চারপাশ।
ডালে ডালে কচি সবুজ পাতা জানান দিচ্ছে বসন্ত বিদায় হচ্ছে এক বছরের জন্যে। 
নব উদ্যমে প্রকৃতি সাজছে আকাশ বাতাসে বইছে মুগ্ধতার আবাহন।
বালিকা বায়না ধরছে লালপেড়ে নতুন শাড়ী, কাচের রঙিন চুরি কিনে দিতে।
বালকের দল সূতোয় শান দিচ্ছে নতুন ঘুড়ি উড়িয়ে দিগন্তে সুখ হাতড়াবে।
মাঠ গাছ প্রকৃতিতে বয়ে যাচ্ছে সুখের আবাহন,নব আনন্দে জাগবে সব প্রাণ।
অন্ধকার অমানিশা কেটে নব আনন্দে বাঁচুক ধরণী।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post