বর্ষ বরণ ৷। মুহাম্মদ নূর ইসলাম

 



এলো! এলো! এলো রে!
এলো রে বৈশাখ,
বাজা ঢোল, বাজা বাঁশি
হাসি খুশি থাক,
খোকা খুকি আয় রে!
নাচি আর গাই রে-
দেখ! দেখ! ফিরে এলো
পহেলা বৈশাখ।

যুবকের দল তোরা
কোনখানে গেলি রে?
আয় তোরা মাঠে আয়
লাঠি খেলা খেলি রে!
শোন্ মেয়ে- শাড়ি পড়
পায়ে দে আলতা,
এই দিন চলে গেলে-
পাবি না কাল তা।

পেঁয়াজ নুন কাঁচা মরিচ
ভাজা মাছ পান্তা,
খাওয়া লাগে নববর্ষে-
বাঙালি তা জান্তা,
খেলা হবে, মেলা হবে
নববর্ষের বরণে,
দেখি ঘরে রাখে কে রে ?
দড়ি বেঁধে চরণে।

লেখক: মুহাম্মদ নূর ইসলাম
ঠিকানা: বাঘা, রাজশাহী, বাংলাদেশ।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post