আমি যে শব্দের কারবারি,
শব্দ নিয়ে কাটে দিন,
শব্দ টঙ্কারে, শব্দ ঝঙ্কারে
বাজাই শব্দের বীণ।
কল্পনা লোকে আল্পনা দেয়
কত না বর্ণের ছটা,
কখনো কাব্য কখনো গল্প
কাহিনীর ঘন ঘটা।
গ্রীষ্ম- বর্ষায় শীত-বসন্তে
ফোটাই শব্দের ফুল,
বর্ণমালাতে শব্দ গাঁথাতে
কখনো হয় না ভুল।
কখন যে শেষ হয় বেলা
রাত হয়ে যায় ভোর,
প্রভাতবেলা অরুণালোকে
ভেঙে যায় ঘুম-ঘোর।
না পারি বুঝতে ,না পারি চিনতে
সাজিয়ে ফুলের ডালি
আমি নই কবি, নই গল্পকার
আমি এক শব্দ-মালী ।
------------------------------
কবি পরিচিতি:
কবি-সাহিত্যক নিতাই মৃধা, ষাট দশকের এক
উজ্জ্বল কবি ব্যক্তিত্ব! তাঁর বাংলা,হিন্দি ও ইংরেজি তিন ভাষায় তাঁর কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। তাঁর "শব্দের শরীর ছুঁয়ে"নামক কাব্যগ্রন্থের
আলোচনা লিখেছেন স্বয়ং সুনীল গঙ্গোপাধ্যায়।
তাঁর হিন্দি "এক গুচ্ছ কবিতাএঁ"পড়ে স্বয়ং প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী তাকে শুভেচ্ছা বাণী ও আশীর্বাদ পাঠিয়েছেন।। তাঁর ইংরেজি কাব্যগ্রন্থ, Mandela's Dream,দ: আফ্রিকার বিপ্লবী নেতা (নেলসন ম্যান্ডেলাকে নিয়ে লেখা)
কাব্যগ্রন্থটি কলকাতা রাজভবনে তাকে দিয়ে তিনি তার শুভেচ্ছাধণ্য হয়েছেন। এছাড়া বহু পত্র-পত্রিকায় লেখা প্রকাশ পেয়েছে।
***কবির জন্ম:৫ ফেব্রুয়ারি, ১৯৪৭.পিতা: স্বর্গীয় সুশীল মৃধা,।
বর্তমান বাসস্থান:অলকা এপার্টমেন্ট,৬৬৪, বৈষ্ণবঘাটা পাটুলি, কোলকাতা -৭০০০৮৪.
শিক্ষা ও পেশা: রিটায়ার্ড লেকচারার,
এম,এ.(বাংলা)বি.এড,কোবিদ্ও রত্ন( হিন্দি)