তবলা গিটার বাঁশির সুরে
উৎসব বর্ণিল,
বাংলাদেশটা উঠছে নেচে
লাল সবুজ স্বপ্নিল।
হারমোনিয়াম দিচ্ছে নাড়া
হৃদয় ছুঁয়ে প্রাণ,
বোশেখ মেলায় রঙিন স্বদেশ
সুরের কলোতান।
জমছে মেলা শহর নগর
বটের ছায়ে গাঁয়,
ছুটছে ঈশা ইতি মনি
আলতা রাঙা পায়।
মাটির ঘোড়া পাটের সিকি
উতাল হাওয়ার দোল
বুকের ভিতর জোয়ার বহে
আনন্দ হিল্লোল।
হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান
সবাই একাকার,
শতেক যুগের কৃষ্টি ঘেরা
বৈশাখী সম্ভার।
হাঁড়ি পাতিল আলতা ফিতে
খোঁপায় বাঁধা ফুল,
ঈশা ইতির মনের মতো
সেই খেলনা পুতুল।
মেলা জুড়ে নাগরদোলার
চলতেছে ঘুরপাক,
বাংলা মায়ের আকাঙ্খিত
এসেছে বৈশাখ।