অন্যদিকে নদীর বাঁদিক ঘেঁষে হাঁটলেই উপচ্ছায় অঞ্চল
ইলাস্ট্রেশন হোক কিংবা অমাবস্যা
ক্রমাগত চওড়া আর মসৃণ হচ্ছে সামনের সড়ক
কুয়াশা সমেত এগোচ্ছে যারা তাদের মধ্যে কেউ কেউ ভোগী
তবু সূর্যাস্তের পর দানাপানির প্রয়োজন হয় যখন...
আত্মহত্যা করার অছিলায়, বকের ঠোঁটে তারা বৃষ্টি আনে।
মন্ত্র যজ্ঞ। নিমেষেই -- জলে জলাকার
আপাতত...
বিরতির গলায় মাছের কাঁটা, আঙুলে প্রাচীন ভোজন
আমি খুঁজে পেয়েছি,
নিরাকারের পাশে রাখা ঢাকনাবিহীন একটি ভর্তি-কলসি