নিঝুম রাতে চাঁদের অন্তলীন খেয়ালীপনা
বিচ্ছেদের মন ভেসে যায় আর নীরবতার
মানে তে শুধুই কল্পনা,
সুভাষিত সান্দ্রগতি নতুন মূর্ছনায় আন্দোলনরত.
কংক্রিট এর সব খোলা হিসাব ভেঙে পড়ে পাশে সংগীত শুনে কভি আলবিদা না কেহেনা,
নিমন্ত্রণ নিয়মের সবকিছুই একটু সাজানো গোছানো
অগত্যা হৃদয়ের ব্যস্ত হুংকার প্রশস্ত
এই বুকে বিশ্রাম সাজিয়ে রাখে।