রোজ বাঁচতে চাওয়ার ভেতর কত আলো জ্বলে
রোজ মরতে চাওয়ার ভেতরও কত আলো জ্বলে
ইহকাল পরকাল জুড়ে একটিই রাস্তা আমার
ইহকাল পরকাল জুড়ে একটিই বিশ্বাস আমার
কোথাও ভয় নেই—দিগন্ত ভরে আছে আহ্বানে
কোথাও থামার নেই—দ্বিধা ও সংশয়ে
নিজের ভেতর থেকে নিজেরই সাড়া পাই
হাত তুলি আর চেঁচিয়ে বলি: আছি আমি আছি
অদ্ভুত প্রশান্তি এসে আমাকে ছুঁয়ে যায়
জেগে উঠি প্রত্যহ আমি মহান সুন্নাহয়...