সংঘাত ও ক্ষমতা ।। মো. খবির উদ্দিন



ক্ষমতার দ্বন্দ্ব, মানুষকে করে অন্ধ;
মানুষ হারিয়ে ফেলে, জীবনের ছন্দ।
ভুলে যায়, আপন পর ভেদাভেদ;
ঘটে ভাইয়ে ভাইয়ে বিচ্ছেদ।
ক্ষমতা লাভে হয়ে পড়ে মরিয়া;
ভাইকে হত্যা করতেও কাপে না হিয়া।
সম্রাট অশোক থেকে মোগল দরবার;
প্রাচ্য থেকে পাশ্চাত্য, এ ঘটনা ঘটছে বারবার।

কালের সাক্ষী ইতিহাস;
ক্ষমতার সংঘাতে কেঁপেছে আকাশ বাতাস।
হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিষ্টান;
ক্ষমতার দ্বন্দ্বে সবাই সমান।
সবার তরবারি স্বজনের রক্তে হয়েছে লাল;
সেই বারতা জানাচ্ছে মহাকাল।
আদিকাল থেকে বর্তমান;
এক্ষেত্রে নেই কোন পার্থক্য, সব সমান।

সংঘাতের সাথে মিলেমিশে আছে ষড়যন্ত্র;
পকেটে লুকিয়ে অস্ত্র, সুধায় মানবতার মন্ত্র।
সংঘাতে নেই ন্যায়-অন্যায় বোধ;
নিতে হবে দখল, মেটাতে হবে ক্রোধ।
ছলে-বলে-কলে-কৌশলে নিতে হবে ক্ষমতা;
যুদ্ধ মানে না আদর্শ, মানে না বিধাতা।
রক্তগঙ্গা বয়ে যাক, জনপদ হোক ফাঁকা;
 দেখাতে হবে ক্ষমতা, উড়াতে হবে বিজয় পতাকা।
তারিখ: ৩১-০৩-২০২৩ ইং;


কবি পরিচিতি:

নাম: মোঃ খবির উদ্দিন, মিরপুর ঢাকায় বসবাস। ছোটবেলায় লেখালেখির চেষ্টা করেছি। স্কুল কলেজ ম্যাগাজিনে ছাপানো হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করার পর ব্যাংক ও এনজিওতে দীর্ঘদিন চাকরি করি। কাজের ব্যস্ততায় সুকুমার বৃত্তিতে মনোযোগ দেয়ার তেমন সুযোগ ছিল না।
অবসর নেয়ার পর হঠাৎ করে এই লেখালেখির জগতে পা দিলাম অনেকটা শখের বসে। এখন পাঠকদের মন্তব্যে উৎসাহ পাই বলে লেখালেখির চেষ্টা চালিয়ে যাচ্ছি। 

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।